‘আঙগোরে ত্রান দিছে না ভিক্ষা দিছে, বুইঝতাম হারি নই’

আগস্ট ০৪, ২০১৬ ০১:০৮:অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ৬০ বছর বয়স্ক জমিলা খাতুন অনুযোগের সুরে বলেন, ‘এমপি আঙগোরে ত্রান দিছে না ভিক্ষা দিছে, বুইঝতাম হারি নই’। মন্সী মিয়া নামের এক বৃদ্ধ বলেন, ‘এ ত্রান কেমনে নিমো, হেতারা আঙগোরো ডাকি অপমান কইচ্ছে। তার চেয়ে উপাইয়্যা থন ভালা আছিলো’। ত্রান হাতে নিয়ে ক্ষোভের সঙ্গে আঞ্চলিক ভাষায় কথাগুলো বলছিলেন নোয়াখালী জেলার সোনাইমূড়ীর দুই বাসিন্দা।
গত ২ আগষ্ট নোয়াখালী ২ সোনাইমূড়ী সেনবাগ আসনে ত্রান বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মোরশেদ আলম। তিনি সেনবাগ উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যা দূর্গত অসহায় মানুষের হাতে তুলে দেন ত্রান সামগ্রী। ত্রানের মধ্যে ছিলো ৩ কেজি চাউল, ৩ টি আলু ও ৪ টা ম্যাচ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি গোলাম কবির, ৩নং ডমুরুয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন আজাদ, ৩নং ডমুরুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি খোকন, সেক্রেটারি বাকের সহ স্থানীয় নেতা কর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, এমপি মোরশেদ আলম ত্রান বিতরণ করবে শুনে গ্রামের অসহায় মানুষ দুরদুরান্ত থেকে ছুটে আশে ত্রান নেয়ার জন্য। তবে অসহায় মানুষ ত্রান হাতে নিয়ে হতাশা প্রকাশ করেছে।
উল্লেখ্য, ত্রান বিতরণ প্রচার করার জন্য প্রথম কয়েকটি টিভি চ্যানেলসহ বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলৈন।

Related Post