নিউইয়র্ক: গত রোববার চার্চ ম্যাকডোনাল্ডের নোয়াখালী ভবনে প্রবাসের অন্যতম সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ ইউএসএ ইনক এর ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারে পাঁচশতাধিক কোম্পানীগঞ্জবাসী অংশ গ্রহন করেন। মূলত আসন্ন ২৫ সেপ্টেম্বর নির্বাচনকে কেন্দ্র করে ইফতার অনুষ্ঠানে কোম্পানীগঞ্জবাসীদের মিলন মেলায় পরিনত হয়।
সমিতির সভাপতি সেলিম চৌধূরীর (ভিপি বাবুল) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লতিফুর রহমান লিটন ইফতার ও দোয়ার মাফিলে অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। সমিতির সদস্যদের নিজ দায়িত্বে মাসিক চাঁদা পরিশোধের জন্য অনুরোধ জানিয়েছেন তারা।