নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ২০১৫ সালের এসএসসি পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
বুধবার সকালে স্থানীয় একটি রেষ্টুরেন্টে সমিতির সদস্যদের জিপিএ-৫ প্রাপ্ত ১০জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম।
বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক (অর্থ) করিমুল হক সাথীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল মতিন লিটন, পরিচালক খাজা সাইফ উদ্দিন রাজু, অভিভাবক ও সমিতির সদস্য নুরুল হুদা, আবু আনছার কাওছার, শংকর সাহা প্রমূখ।