নিজস্ব প্রতিবেদক:
কোম্পানীগঞ্জ ইয়ুথ ফোরাম ইউএসএর ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ জুন চার্চ ম্যাকডোনাল্ড এলাকার নোয়াখালী ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে ইয়থ ফোরামের সভাপতি সালাউদ্দিন রাসেলর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, কোম্পনীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সেলিম চৌধূরী (ভিপি বাবুল), সহ সভাপতি নুরুল হুদা হারুন, ইযুথ ফোরামের উপদেষ্টা ইউসুফ জসিম, আবুল কাশেম, বাবর উদ্দিন, নঈম উদ্দিন, আব্দুল মালেক ও সাংবাদিক মুহাম্মাদ আরীফ হোসাইন।
ইয়ুথ ফোরামের কার্যক্রমকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের কয়েকশ আঞ্চলিক সংগঠন থাকলেও তরুণদের নিয়ে তেমন কোন সংগঠন গঠে উঠেনি। নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রবাসে বসবাসরত তরুণরা সংগঠিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করার মহৎ উদ্যোগ নিয়েছে। এ সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য সবার সহযোগীতা করা প্রয়োজন বলে অতিথিরা মন্তব্য করেন। আমেরিকায় জন্ম নেয়া তরুণ প্রজন্মের মাঝেও কাজ করার পরামর্শ দেয়ার দেন বক্তারা।
ইফতার আয়োজনে সার্বিক সহযোগীতা করেন সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম সাইমুম, সহসভাপতি শাহরিয়ার দিদার, সাধারণ সম্পাদক মামুন আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক গোলাম রহমান, তৌফিকুল তারেক, কার্যকরী পরিষদ সদস্য নুরুল হুদা, মোহা্ম্মদ আলী, মাহফুজ, হাসনাইন, কামরুল, রিয়াদ।
উল্লেখ, একবছর আগে আমেরিকায় বসবাসকারী নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জ যুবকদের ইয়ুথ ফোরাম গঠিত হয়। কোম্পানীগঞ্জের এতিম ও গরিব শিক্ষার্থীদের মাঝে কাজ করার প্রত্যয় নিয়ে ইয়ুথ ফোরাম প্রতিষ্ঠিত হয়।