নিজস্ব প্রতিবেদক:
কোম্পানীগঞ্জ ফোরাম ইউএসএ পিকনিক আগামী ১৭ জুলাই রোববার অনুষ্ঠিত হবে। ১১ জুন রোববার অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিটি লাইন ওজনপার্কের নুরুল হুদা হারুনের বাসায় এ ইফতারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে ফোরামের সভাপতি হাজী কাশেমের সভাপতিত্বে এবং নুরুল হুদা হারুণের পরিচালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি নুরুল করিম মোল্লা।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নঈম উদ্দিন, বেলাল হোসেন, জসিম উদ্দিন, মোশাররফ হোসেন সবুজ, মোস্তফা স্বপন, হুমায়ুন কবির, জাফরুল্লাহ নুরী, এনামুল হক লিটন, কামরুল ইসলাম, মাসুম বিল্লাহ সিরাজী, নুরুল ইসলাম বাবু, জসিম উদ্দিন বাবুল প্রমূখ।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ ফোরাম একটি অলাভজনক সংগঠন। ইউএসএ অবস্থিত কোম্পানীগঞ্জ প্রবাসীদের আর্থিক সাহায্যে
এলাকার দরিদ্র জনসাধারণের জন্য কাজ করে থাকে।