নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে আধুনিক পার্ক নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ও চৌমুহনী পৌরসভার তত্ত্বাবধানে বেগমগঞ্জ দীঘির চারপাড় ঘিরে এ পার্ক নির্মাণ করা হবে। এতে ১২ কোটি টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণ পার্কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার রিজাউল করিম। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।