নিজস্ব প্রতিবেদক
নোয়খালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার গোলাবাড়িয়ায় ফেন্সিডিল ও গাঁজাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
এ সময় ৫০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রোববার রাতে টিএসআই ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলো- হাজীপুর গ্রামের রফিক মিয়ার পুত্র সাজু, মৃত রবিউল আলমের পুত্র রিটু, আবুল কালামের পুত্র মোতালেব, মৃত আ: গোফরানের পুত্র স্বপন ও পৌর করিমপুর গ্রামের আবুল খায়েরের পুত্র ইমদাদ।
টিএসআই ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।