ঢাবি: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতর ধর্মঘট ও হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাবির শামসুন্নাহার হলের সামনে থেকে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি শাহবাগের দিকে অগ্রসর হলে রাজু ভাস্কর্যের সামনে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান সোহাগ ও কাজী মোকতার হোসেন।
এছাড়া মিছিলে অন্যান্যের মধ্যে সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, পাঠাগার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান ও সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মাহমুদুল হক মিলনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।