নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সরকারের হত্যা নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া অসহায় রোহিঙ্গাদের জন্য শীতবস্ত্র ও কাপড় সংগ্রহ করছে নোয়াখালী জেলার সেনবাগের সাধারণ লোকজন। সোমবার উপজেলার বিভিন্ন স্থান থেকে উপজেলা কেন্দ্রিয় বড় মসজিদে সামনে ওই কাপড় জমা করছে লোকজন।
সংগ্রহ করা ওই কাপড়গুলো হেফাজতে ইসলামী বাংলাদেশ সেনবাগ শাখা থেকে নোয়াখালী জেলা শাখার মাধ্যমে কক্সবাজার সীমান্ত পৌঁছে দেওয়া হবে বলে বড় মসজিদের ঈমাম মোঃ আবদুল্লা জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও মিয়ানমারের কক্সবাজার জেলার নাফ নদীর সীমান্তে কয়েক হাজার রহিঙ্গা মুসলিম আশ্রয় নিয়েছে। তারা খাবার ও শীত বস্ত্রের অভাবে কষ্টে দিনাতিপাত করছে।