নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেল ও ৯ ওয়ার্ডে কাউন্সিলর ৯জন এবং সংরক্ষিত নারী আসনের ৩জন কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.রুহুল আমিন শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে শেষ ধাপের নির্বাচনে ৯টি পৌরসভার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের নিবাচিত ৪টির সংশ্লিষ্ট মেয়র ও কাউন্সিলররা অংশ নেন। এগুলো হলো নোয়াখালী পৌরসভা, লক্ষ্মীপুর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং রাঙ্গামাটির রামগড় পৌরসভা।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটির গণমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।