কোম্পানীগঞ্জ: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকেলে দৈনিক নোয়াখালী প্রতিদিনের ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।
আলোচনা সভায় দৈনিক নোয়াখালী প্রতিদিনের সহকারী সম্পাদক নাজিম উদ্দিন নিজামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, নোয়াখালী প্রতিদিনের সম্পাদক রফিকুল আনোয়ার, অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল মজিদ, পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, আমাদের নোয়াখালীর সম্পাদক গিয়াস উদ্দিন রনি, সকালের নোয়াখালীর সম্পাদক হাসান ইমাম রাসেল, বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও দৈনিক অবজারভার পত্রিকার প্রতিনিধি শওকত আজিম জাবেদ, নোয়াখালী প্রতিদিনের দাগনভূঁঞা প্রতিনিধি রাশেদ ভূইয়া প্রমূখ।