নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী কোম্পানীগঞ্জের আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা আইয়ুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ রমজান অনুষ্ঠিত ইফতারে কোম্পানীগঞ্জ মুছাপুরের স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ, যুবলীগ ও আওয়া লীগের নেতা কর্মী অংশ নেন। এছাড়াও বাংলাবাজারের সকল ব্যবাসায়ীদের প্রতিষ্ঠানেও ইফতারী পৌছে দেয়া হয় বলে আইয়ুব আলী জানান।
আইয়ুব আলী সবার কাছে দোয়া প্রার্থণা করে বলেন, মুছাপুরের উন্নয়নে সবা এগিয়ে আসলে আমরা যুব সমাজের নেতৃত্বে সুন্দর শৃংখল মুছাপুর উপহার দেয়া সম্ভব। তরুনরা নেতৃত্বে আসলে মুছাপুরের নদী ভাঙ্গনসহ সব ধরণের সমস্যা সমাধান সম্ভব বলে আইয়ুব আলী মনে করেন।