নিজস্ব প্রতিবেদক: ফেনীর ফুলগাজীতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ওয়াহিদ উল্যাহ (৫০) খুন হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার নোয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ও হত্যাকারী ওই গ্রামের মৃত মৌলভী আব্দুল হান্নানের ছেলে।
ঘটনার পর পরই হত্যাকারী আব্দুল গনি এলাকা ছাড়িয়ে পালিয়ে গেছে।
ফুলগাজী থানার ওসি মাঈন উদ্দিন বলেন, আহতকে মুমূর্ষ অবস্থায় ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মৃতদেহ ময়নাতন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।