নিজস্ব প্রতিবেদক:
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরশমুন্সি বাজারের আলোচিত মা ও মেয়ে গণধর্ষণ মামলাসহ একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী জাকির হোসেন দিপুকে বুধবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আবদুল জলিল ভূঞার ছেলে জাকির হোসেন দিপুর বিরুদ্ধে দাগনভূঞা, ফুলগাজী থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত পলাতক ছিল সে।
বুধবার দিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোরশমুন্সি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, আটককৃত দিপুর বিরুদ্ধে দ্রুত বিচার আইন, মারামারি এবং পর্ণো আইনের তিনটি মামলায় গ্রেপ্তারী ফরোয়ানা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।