নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় পিস স্কুলের আসবাবপত্র জব্দ করে দরজার তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।
বুধবার সন্ধ্যা ৭টায় বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ডে করালিয়া এলাকায় অবস্থিত পিস স্কুলে তালা ঝুলিয়ে দেয়।
জানাযায়, পুলিশের নজরদারীর কারণে দীর্ঘদিন ধরে পিস স্কুল বন্ধ রাখা হয়। শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে অন্য নামে স্কুল চালানোর খবর দিয়ে আসে কতৃপক্ষ। এ সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক অজয় চক্রবর্তী পিস স্কুলে ঢুকে কাঠের ১২টি চেয়ার, স্টীলের ১৭টি চেয়ার, সাইন বোর্ড ১৭টি, টেবিল ৩টি, সাদা বোর্ড ১টি পিকআপ ভ্যান গাড়িতে করে থানায় নিয়ে আসে। স্কুলের এসব মালামাল বের করে স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা শহরে অবস্থিত পিস স্কুল বেশ কিছুদিন ধরে কর্তৃপক্ষ বন্ধ রেখেছে। এখন তারা অন্য নামে স্কুলটি চালু করার পায়তারা করছে। বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের জানিয়ে আসছে অন্য নামে স্কুল চালু করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে টেবিল-চেয়ার থানায় নিয়ে আসা হয়েছে। যাতে করে পরিচালনা কমিটি অন্য নামে স্কুলটি চালু করতে না পারে।