নিজস্ব প্রতিবেদক
বেগমগঞ্জে জিরতলী ইউনিয়নের দেবরের হাতে ভাবী খুন হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দরফপুর গ্রামে কলিম উদ্দিন ভূঁইয়া বাড়ীর শিউলি আক্তার লিলিকে (২৮) তার দেবর হাছান চাকু দিয়ে জবাই করে হত্যা করে। লিলির স্বামীর নাম আব্বাস উদ্দিন। স্থানীয়রা হাছানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিএনজি অটোরিকশা চালানোর জন্য বাড়ী থেকে বের হয়ে যায় আব্বাস। সাড়ে ১১টার দিকে আব্বাসের ঘর থেকে চিৎকারে শব্দ শুনে বাড়ীর লোকজন এগিয়ে গিয়ে দেখে হাছান তার ভাবী ও আব্বাসের স্ত্রী শিউলিকে জবাই করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন হাছানকে আটক করে পুলিশে খবর দেয়।
তবে কি কারণে শিউলিকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি স্থানীয়রা।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আটককৃত হাছানকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।