নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একের পর এক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন সেক্টরে বিজয় রথে আজকে বিরোধী রাজনীতির সংকটের ছায়া ফেলেছে। আর এই দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এটাই হলো বাস্তবতা। মন্ত্রী বলেন, ভুল ও ব্যর্থতায় বিএনপি দূর্বল হয়ে পড়েছে।
রোববার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রোববার স্থানীয় এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রোববার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে জিপিএ-৫ প্রাপ্তদের শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্থানীয় এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, তারা (বিরোধী রাজনেতিক জোট) নিজেরাই তাদের ভুল ও ব্যর্থতার খেসারত দিচ্ছে। যে কারণে আজকে দেশে বিরোধী রাজনীতি অনেক দূর্বল হয়ে পড়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াস শরীফ, উপজেলা চেযারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ প্রমুখ।