নিজস্ব প্রদিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূল রায়ের প্রতিবাদ ও নিঃর্শত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চাটখিল উপজেলা জামায়াত ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ সোমবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত সেক্রটারি মাওলানা মনিরুজ্জামান, জামায়াত নেতা আক্তার হোসেন, মাওলানা ওমর ফারুক, শিবির নেতা মমিনুল ইসলাম পাটোয়ারি প্রমুখ।