নিজস্ব প্রতিবেদক
রামগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার ভোর রাতে উপজেলার ভাদুর ইউনিয়নের পৈতপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে হল্যন্ডের তৈরী ১৮০ ক্যান বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায়ী আবুল কালাম কালুকে (২৮) গ্রেপ্তার করেছে। ওই গ্রামের আলীমুদ্দিন ব্যাপারী বাড়ির আবদুল হান্নানের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা এসআই মো. জহিরুল হকের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার ভোরে উপজেলার ভাদুর ইউনিয়নের পৈতপুর গ্রামের আলীমুদ্দিন ব্যাপারী বাড়ির আবুল কালাম কালুর বসতঘরে অভিযান চালিয়ে বস্তা ভর্তি ১৮০ ক্যান বিয়ার সহ তাকে গ্রেফতার করে।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবুল কালাম কালুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।