নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জের চৌরাস্তা থেকে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সবুজকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার রাত সোয়া দুইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ (২৩) বেগমগঞ্জ উপজেলার জীরতলি ইউনিয়নের মধ্যম জীরতলি গ্রামের দক্ষিণ হাওলাদারের বাড়ির জালাল উদ্দিনের ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি কল্লোল কুমার দত্ত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ নভেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্যম জিরতলীতে সবুজ (২৮) ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে। এ ব্যাপারে শিশুটির মা বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সবুজকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই ধর্ষক সবুজ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক কল্লোল কুমার দত্ত জানতে পারে বৃহস্পতিবার রাতে সুবজ বেগমগঞ্জের চৌরাস্তা থেকে বাসযোগে চট্রগ্রামে যাবে।