করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব সরকার। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ আজ শনিবার এ তথ্য জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রোববার থেকে পরবর্তী দুই সপ্তাহ ফ্লাইট বাতিল থাকবে। খবর রয়টার্সের।
দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ফ্লাইট বাতিল হওয়ার কারণে সৌদি আরবের যেসব নাগরিক বা দেশটির বাসিন্দারা ফিরতে পারবেন না, তাঁদের জন্য সে সময়টা বিশেষ সরকারি ছুটি হিসেবে গণ্য করা হবে। সৌদি আরবে ফেরার পরে যাঁদের কোয়ারেন্টিনে রাখা হবে, তাঁরাও এ রকম বিশেষ ছুটি পাবেন।