নিজস্ব প্রতিবেদক:
মাত্র ৫ বছর বয়সে বাংলাদেশী মারিয়াম বুসরা ইতালীয় ভাষা রপ্ত করেছে। বুসরা ইতালী প্রবাসী দম্পতি আলা উদ্দিন মাহমুদ ও শবনম সুলতানার এক মাত্র কন্যা। দুই বছর বয়সে বুসরা ইতালিতে গমন করে। সে শুদ্ধ বাংলা ভাষার পাশাপাশি ইতালীয় ভাষায় কথা বলতে পারে। মূলত স্থানীয় স্কুলে ভর্তি হয়ে এক বছরের কম সময়ে ভাষা রপ্ত করে। সে ইতালী ভাষায় বেশ কয়েকটি গান গাইতে পারে।
২৫ জুন মারিয়াম বুসরার ৫ বছর পূর্ণ হয়েছে। ২০১১ সালের ২৫ জুন নোয়াখালীতে জন্ম গ্রহণ করে।
তার পিতা আলা উদ্দিন মাহমুদ জানান, বুসরা আমাদের চেয়ে ভালোভাবে ইতালী ভাষায় অনর্গল কথা বলতে পারে। তার উজ্জল ভবিষতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।